দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকা সংগঠন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ৭ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৃষ্টি-প্রতিবন্ধীদের নিয়ে এবারের ক্রিকেটের সুপার লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫-২২ জানুয়ারি দৃষ্টি-প্রতিবন্ধীদের নিয়ে-ক্রিকেটের এই লিগ আয়োজন করবে সংগঠনটি।
সভায় উপস্থিত ছিলেন বিবিসিসি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন দিদাদুল আলম চৌধুরী এমজেএফ, পরিচালক (প্রশাসন) এনাম ই-খোদা জুলু, পরিচালক (ফাইনান্স) জাহিদ হোসেইন, ক্রিকেট অ্যাফেয়ার্সের পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, ট্রেনিং এবং পুনর্বাসন পরিচালক সানোয়ার আহমেদ, আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের পরিচালক মঈন ইকবাল এবং প্রোগ্রাম পরিচালক মোহাম্মাদ জিল্লুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এআর/টিসি