শেষ মুহূর্তের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো আবাহনী লিমিটেড।
শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে আবাহনী।
এর আগে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছিল আবাহনী।
প্রথম কোয়ার্টারে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে উড়িয়ে দেওয়া মোহামেডানকে চাপে রাখলেও সাফল্যের দেখা পায়নি আবাহনী। পেনাল্টি কর্নার থেকে মিমো, রোমান সরকার, খোরশেদুর রহমান পারেননি গোল এনে দিতে।
দ্বিতীয় কোয়ার্টারেও কোনো দলই প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি।
তৃতীয় কোয়ার্টারে প্রথম পেনাল্টি কর্নার পায় আবাহনী। কিন্তু রাসেল মাহমুদ জিমির পুশ সারোয়ার হোসেনের স্টপে আশরাফুল ইসলামের হিট প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে দাবি করে মোহামেডান। এরপর পেনাল্টি স্ট্রোকের আবেদন করলেও কাজ না হওয়ায় মোহামেডানের কয়েকজন খেলোয়াড় মাঠ ছাড়লে ৭ মিনিট খেলা বন্ধ থাকে।
চতুর্থ কোয়ার্টারেও সাফল্য পায়নি কোনো দলই। ৫০তম মিনিটে আঙ্কুশ ডি-বক্সে ফাঁকায় বল পান। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি মোহামেডানের এই ভারতীয় খেলোয়াড়।
শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে আবাহনীকে জয়সূচক গোল এনে দেন পুস্কর ক্ষিসা মিমো। মাহবুব হোসেনের পুশ নিয়ন্ত্রণে নিয়ে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন তিনি।
গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ও অ্যাজাক্স এফসির ম্যাচ ১-১ ড্রয়ে শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এমএইচএম