ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেখ রাসেল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
শেখ রাসেল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

ঢাকা: সমাপ্ত হলো শেখ রাসেল দিবস পালনের অংশ হিসেবে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ রাসেল দিবস’ পালনের অংশ হিসেবে ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে সোমবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মানিকদী আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন ও মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

গত ১৮ অক্টোবর হতে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ঢাকা অঞ্চলের মোট ১০টি স্কুল অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঢাকা অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য পদবীর সেনাসদস্যসহ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।