প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচ দেখার সময় গ্যালারিতে এক সমর্থকের হার্ট অ্যাটাক হয়েছে।
স্বাগতিক দলের অ্যাডাম মেসিনা চোট পেয়ে যখন প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন তখন গ্যালারিতে দর্শক ও সমর্থকরা হইচই শুরু করেন।
দুই দলের ক্লাবের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন ওই দর্শককে। এ সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে।
ওয়াটফোর্ডের মাঠ ভিকারেজ রোডে ম্যাচের ১২ মিনিটে এ ঘটনা ঘটে।
শেষ পর্যন্ত ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। প্রথমার্ধে ম্যাসন মাউন্ট ও বিরতির পর হাকিম জিয়েখ চেলসির হয়ে গোল করেন। এ জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল চেলসি।
ওয়াটফোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার হওয়া সমর্থক এখন আশঙ্কামুক্ত। চিকিৎসক দল, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এএটি