করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত বন্ধ ছিল হকি। সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান গেমসে মাঠে নেমেছিল বাংলাদেশ হকি দল।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক বাংলাদেশ। স্বাগতিকদের প্রতিপক্ষ হিসেবে লড়াই করবে এশিয়ার সেরা পাঁচটি দল। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশি অধিনায়ক আশরাফুল ইসলাম জানান নিজেদের সেরাটা দিয়ে খেলবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদক জয়ী। অন্যদলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনা মাফিক খেলতে পারলে দল ভালো নৈপুণ্য দেখাবে বলে আমি বিশ্বাস করি। ’
আসরের পরবর্তী ম্যাচগুলোতে যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরইউ