ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

পাকিস্তানকে সহজেই হারাল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, ডিসেম্বর ১৭, ২০২১
পাকিস্তানকে সহজেই হারাল ভারত ছবি: শোয়েব মিথুন

ড্র দিয়ে আসর শুরু করা ভারত টানা দ্বিতীয় জয় তুলে নিল। এশিয়ার দুই হকি পরাশক্তির লড়াইয়ে পাকিস্তানকে সহজেই হারিয়েছে এশিয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি।

শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ভারত জয় পেয়েছে ৩-১ গোলে।  

এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-২ ড্রয়ে আসর শুরু করেছিল ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল ৯-০ গোলে। অন্যদিকে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারল পাকিস্তান।

খেলার প্রথম কোয়ার্টারের ত্রয়োদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে ভারতকে এগিয়ে নেন আকাশদিপ সিং। দ্বিতীয় কোয়ার্টারে লড়াই হলেও গোলের দেখা মেলেনি।

তৃতীয় কোয়ার্টারে সুমিতের পাসে আকাশদিপের নিখুঁত হিটে ব্যবধান বাড়ে। ৪৫তম মিনিটে আব্দুল রানার পাসে শেষ সময়ে স্টিক ছুঁয়ে ব্যবধান কমান পাকিস্তানের জুনায়েদ মনজুর।

চতুর্থ কোয়ার্টারে পাকিস্তানকে আরও কোণঠাসা করে ফেলে ভারত। ৫৪তম মিনিটে হারমানপ্রিত সিংয়ের হিটে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।