ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতে বাংলাদেশ কারাতে দলের সাফল্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
ভারতে বাংলাদেশ কারাতে দলের সাফল্য

কুমিল্লা: ভারতের অন্ধ্রপ্রদেশের ভিসাখাপত্নামে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী পঞ্চম ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ।  

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আট সদস্যের কারাতে দল ৮ এবং ৯ জানুয়ারি অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।

বাংলাদেশ দল বিভিন্ন ইভেন্ট চারটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন টিম পরিচালক কারাতে ফেডারেশন এবং আন্তর্জাতিক কারাতে কোচ এস ইসলাম শুভ।

প্রতিযোগিতায় পদক বিজয়ীরা হলেন- মিন্টু দে (বাংলাদেশ সেনাবাহিনী) ৮৪ কেজিতে স্বর্ণ পদক, দীপা রানী  (বাংলাদেশ সেনাবাহিনী) ৬৮ কেজিতে স্বর্ণ পদক, সায়মা জামান (বাংলাদেশ সেনাবাহিনী) ৫০ কেজিতে স্বর্ণ পদক, জুনায়েদ আল হাবিব (বাংলাদেশ সেনাবাহিনী) ৫৫ কেজিতে স্বর্ণ পদক, মামুন খান (বাংলাদেশ সেনাবাহিনী) ৬৭ কেজিতে রৌপ্য পদক, মো. আরমান হোসাইন (কিক ফাইটার কারাতে স্কুল, চট্টগ্রাম) ৭৫ কেজিতে রৌপ্য পদক, বাংলাদেশ সেনাবাহিনীর মো. আশিকুর রহমান ৬০ কেজিতে ব্রোঞ্জ পদক।  

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সৌদি আরবসহ বিভিন্ন ইভেন্টে ৯৫০ জন খেলোয়াড় অংশ নেন। এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক কৈ শা হ্লা, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।