ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন ফেদেরারকে হারিয়ে দেওয়া টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ২, ২০২২
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন ফেদেরারকে হারিয়ে দেওয়া টেনিস তারকা

২০১৩ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড। পুরো টেনিসবিশ্বকে চমকে দিয়ে টেনিস মহাতারকা রজার ফেদেরারকে হারিয়ে দিলেন সের্গেই স্ট্যাখভস্কি নামের এক অখ্যাত টেনিস খেলোয়াড়।

কিন্তু ওই একটা ম্যাচই তাকে এনে দিল তারকাখ্যাতি। এরপর তার নাম খুব একটা শোনা না গেলেও ফের আলোচনায় উঠে এসেছেন এই সাবেক ইউক্রেনীয় টেনিস তারকা।

ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক হামলার পর নিজেকে আর দমিয়ে রাখতে পারেননি স্ট্যাখভস্কি। স্বদেশের পক্ষে লড়তে র‍্যাকেট ফেলে অস্ত্র হাতে তুলে নিয়েছেন গত অস্ট্রেলিয়ান ওপেনের পর অবসরের ঘোষণা দেওয়া এই টেনিস খেলোয়াড়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নিজ দেশ ইউক্রেনে ফিরে গেছেন তিনি।  

যুদ্ধে নামার ব্যাপারে 'স্কাই নিউজ'-কে স্ট্যাখভস্কি বলেন, 'গত সপ্তাহে আমি সামরিক বাহিনীর রিজার্ভে যুক্ত হয়েছি। আমার সামরিক কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ব্যক্তিগতভাবে বন্দুক চালানোর অভিজ্ঞতা আছে। '

সাবেক ৩১তম বাছাই স্ট্যাখভস্কি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে এক ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে তিনি লিখেছেন, '(ভ্লাদিমির) পুতিন, আমরা তোমার কবরের ওপর নাচবো। '

'স্কাই নিউজ'কে দেওয়া সাক্ষাৎকারে ২০১৪ সাল থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের সময় সঠিক ভূমিকা না রাখায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদেরও একহাত নিয়েছেন স্ট্যাখভস্কি। তিনি বলেন, 'মিডিয়ায় আমাদের যেভাবে দেখানো হয়, তাতে মনে হয় আমাদের সামরিক বাহিনী একা নয়। কিন্তু সত্য হচ্ছে, রাশিয়ার সঙ্গে আমাদের ৮ বছর ধরে যুদ্ধ চলছে। এত বছর তারা (ইউরোপীয় ইউনিয়নের নেতারা) কোথায় ছিলেন? কেউ ভাবেনি এমন (এবারের যুদ্ধ) কিছু হবে, কিন্তু সেটাই হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আমাদের সহায়তার জন্য প্রস্তুত নয়। '

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।