ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নোরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
নোরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

ব্রিটেনের ক্যামেরন নোরিকে হারিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোভাক জোকোভিচ।  

অল ইংল্যান্ড ক্লাবের সেমিফাইনালে প্রথম সেটটা অবশ্য হেরে যান সার্বিয়ান শীর্ষ বাছাই।

কিন্তু মাত্র চতুর্থ ব্রিটিশ হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠার স্বপ্ন দেখা নবম বাছাই নোরিকে এরপর পাত্তাই দেননি জোকার। হারিয়েছেন ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে।

এই নিয়ে টানা চতুর্থ ও সবমিলিয়ে সপ্তম উইম্বলডন জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন জোকোভিচ। রোববারের ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের মুখোমুখি হবেন। স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সরাসরি ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন অস্ট্রেলীয় টেনিস তারকা।  

৩৫ বছর বয়সী জোকোভিচ ছেলেদের এককে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার পথে রয়েছেন। নাদালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডের সঙ্গে ব্যবধান ১-এ নামিয়ে আনার সুযোগ তার সামনে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।