টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে (শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) ‘অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স ২০২২, লেভেল-১’ আয়োজিত হয়েছে। কোর্স শেষে আজ (০৯ জুলাই) অংশগ্রহকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন প্রশিক্ষকদের মাঝে পার্টিসিপেশন সার্টিফিকেট বিতরণ করেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কোচেস এন্ড জাজেস উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মিসেস শামীমা সাত্তার মিমু।
গত ০২ জুলাই হতে শুরু হয় ‘অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স ২০২২, লেভেল-১’। এতে অংশগ্রহণ করেন ২৩ জন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এআর