একই রকম দেখতে দু’জন মানুষকে সবাই যমজ হিসেবেই ধরে নেন। এটা স্বাভাবিকও।

* বাঁয়ে ভক্ত, ডানে শাহরুখ খান।

* সালমান খান ও তার এক ভক্ত।

* (বাঁ থেকে) জুনায়েদ শাদ এবং রণবীর কাপুর।

* (বাঁ থেকে) মার্কিন রেসলার শন মাইকেল ও বলিউড তারকা অক্ষয় কুমার।

* (বাঁ থেকে) হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার এবং বলিউড তারকা হৃতিক রোশন।

* (বাঁ থেকে) জন অ্যাব্রাহাম ও তার ভক্ত।

* (বাঁ থেকে) টেনিস তারকা রজার ফেদেরার ও বলিউড অভিনেতা-নির্মাতা আরবাজ খান।

* (বাঁ থেকে) ব্রিটিশ অভিনেতা ফিলিপ রাইস ও বলিউড অভিনেতা তুষার কাপুর।

* (বাঁ থেকে) পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

* (বাঁ থেকে) হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫