ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

নাঈম ছবি করেন না কেনো!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
নাঈম ছবি করেন না কেনো! নাঈম/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সন্ধির গান বাজছে। ‘একটা গল্প বলি শোনো/তোমার আমার গল্প/কিছুটা স্বপ্ন হলেও সত্য হোক’- বৃষ্টির তোড়ে তিশার রঙিন ছাতা গেলো উড়ে।

সেই ছাতা তুলে তার কাছে এলেন নাঈম। ‘প্রতীক্ষা’ নাটকের এই প্রচারণামূলক ভিডিও উন্মুক্ত হওয়ার পর থেকেই ইতিবাচক সাড়া আসতে থাকে নাঈমের কাছে। আর নাটক প্রচারের পর? 

‘দর্শকদের অনুভূতি বলে শেষ করতে পারবো না। তাই তাদের কাছে আমি কৃতজ্ঞ। নাটকটি প্রচারের পর প্রশংসাসূচক ফোন পেয়েছি। অনেকে ইনবক্স করেছেন। রাস্তায় বেরিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। কাজ করার সময়ও পাচ্ছি।  আমাকে নাটকটিতে কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ক্লোজআপ টিম, অ্যাডকম, বাংলাভিশন এবং এর পরিচালক ইমরাউল রাফাতকে। তিশা আপুর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। বড় অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি যে এত সাদাসিধে একজন মানুষ তা বলার অপেক্ষা রাখে না। ’

নাঈমের ভক্তদের কেউ কেউ মন্তব্য করেছেন, নাটকটির শেষে এসে কেঁদে ফেলেছেন তারা। নাটক দেখে নাকি অনেকের মনেই হয়নি নাঈম অভিনয় করছেন। মনে হচ্ছে এটা বাস্তব। এমন শুভেচ্ছা প্রতিনিয়ত পাচ্ছেন তিনি।  

বাস্তবে নিশ্চয়ই নাঈম কারও না কার জন্য প্রতীক্ষায় থাকে? তার সরল স্বীকারোক্তি, ‘বাস্তবে আমি একজনের প্রতীক্ষায় আছি। সে মানুষটা কবে আসবে জানি না। তবে তাকে খুব দেখতে ইচ্ছে হয়!’ নাঈমের স্বপ্নের মেয়েটা খুব সাধারণ দেখতে হতে হবে। কিন্তু মার্জিত ও পরিপক্ক হওয়া চাই। ছোটবেলায় চাইতাম দুষ্টু কিন্তু লক্ষ্মী একটা মেয়ে সঙ্গী হোক। ’

বিশ্বকাপ ক্রিকেট চলাকালে বাংলানিউজের আমন্ত্রণে এসে এসব কথা বলছিলেন নাঈম। ছোটবেলায় তিনি ক্রিকেট খেলতেন। কিন্তু খুব একটা ভালো না! ‘ভালো না বলতে খুবই খারাপ খেলতাম। বোলিং করলে এক ওভারে ওয়াইড, সিঙ্গেল, নো-সহ ২৬ রান দিয়ে দেই এমনই অবস্থা আমার ক্রিকেট খেলার। ’ 

ছোটবেলায় খেলাধুলার পাশাপাশি আড্ডা পছন্দ করতেন নাঈম। উপভোগ্য ছিলো দল বেঁধে গান গাওয়া। আগে লোডশেডিং হলে বাসার নিচে নেমে রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনেকজন গলা ছেড়ে গান গাইতেন। অভিনেতা পরিচয়ে জনপ্রিয় হলেও নাঈম কিন্তু ভালো গাইতে পারেন। এ প্রসঙ্গ টানতেই লাজুক ভঙ্গিতে বললেন, ‘গাইতে পারি না! তবে গান আমার অনেক প্রিয়।  

গিটার বাজিয়ে গান গাওয়া আমার শখ। আমি সংগীতচর্চা করেছি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত। এখন আমার সঙ্গে গিটার বাজায় বন্ধু রাশা চাকলাদার। ও এখন আইইউবি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। সে-ও আমার সঙ্গে মিউজিক করেছে। ‘তুমি কি এখনও আমার তুমি’ শিরোনামে একটা গানও করেছি আমরা। এটা এখন সাউন্ডক্লাউড এবং ইউটিউবে পাওয়া যাবে। ’ 
 

গায়ক না হয়ে অভিনেতা হলেও ব্রিটেনে ভালো স্কুলে পড়ালেখা করে সেখানেই কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতে চেয়েছিলেন নাঈম। কিন্তু পরিবারের তরফ থেকে আসেনি অনুমতি। নিয়তি হয়তো চেয়েছিলো তিনি অভিনেতা হোন! রুমানা রশীদ ঈশিতা পরিচালিত ‘এক নিঝুম অরণ্যে’ তার অভিনীত প্রথম নাটক। এরপর চ্যানেল আইয়ে পাঁচ বছর চাকরি করেছেন।  প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক (বিপণন) ইবনে হাসান খান মিডিয়া ভাষা ও মিডিয়া অ্যাক্টিভিটি এবং অভিনয়ে উৎসাহ দেন নাঈমকে। ‘আমার অভিনয়ের শিক্ষক তারিক আনাম খান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। পরবর্তীতে তানভীর হাসান খান অভিনয়ের দীক্ষা করিয়েছেন আমাকে দিয়ে। সেই শিক্ষা কাজে লাগিয়ে ধীরে ধীরে এখনও ভালো অভিনয়ের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি পরিচালক এবং সহশিল্পীরা কাজ করার সময় আমাকে কিছু না কিছু শিখিয়েছেন। ’ 

আবার ‘প্রতীক্ষা’ প্রসঙ্গে। এ নাটকটি দেখে অনেকে অভিযোগ করেছেন- নাঈম ছবি কেনো করেন না? তাকে রূপালি পর্দায় দেখতে চান ভক্তরা। ‘জাগো’র মাধ্যমে দুর্দান্ত শুরুর পরও ছোটপর্দার গন্ডিতেই আটকে রইলেন তিনি। ‘ভালোবাসার রঙধনু’ নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু সেটা আজও মুক্তি পায়নি। এ নিয়ে কি তিনি হতাশ? ‘জাগো ছবিতে আমাকে এতো ভালোবাসার জন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। খিজির হায়াত খানকে ধন্যবাদ সুযোগটি দেওয়ার জন্য। আর ‘ভালোবাসার রঙধনু’র জন্য অনেক পরিশ্রম করেছি তিন বছর। অনেক ছবি ছেড়েছি। এ কারণে অনেকেই রাগ করেছে আমার ওপর। এখন আর এ নিয়ে কিছু বলতে চাই না। শুধু এটাই বলবো, আমার কাজ আমি করেছি। বাকিটা পরিচালকের কাজ। আমি হতাশ নই, তবে একটু বিরক্ত। ’ 

নাঈমের বিশ্বাস, বড়পর্দায় একদিন ঠিকই ডানা মেলে দেবেন। তার লক্ষ্য একটু একটু করে কষ্ট করে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করা। আড্ডার শেষে যে ইচ্ছে এখনও পূর্ণ হয়নি তা বলে গেলেন নাঈম- ‘আমার ইচ্ছা মা-বাবাকে নিয়ে ইউরোপে বেড়ানো। এটা পূর্ণ হলে খুব খুশি হবো। ’

 

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ