ক্যামেরার সঙ্গে শাহরুখের সম্পর্কটা মধুর। টুইটারে সক্রিয় এমন তারকাদের মধ্যে অন্যতম তিনি।

* ৫০তম জন্মদিনে ভক্তদের সঙ্গে শাহরুখের সেলফি।

* সিপিএল জয়ের পর।

* কনিষ্ঠ পুত্র আবরাম খানের সঙ্গে।

* জ্যেষ্ঠ পুত্র আরিয়ান ও কন্যাসন্তান সুহানার সঙ্গে।

* কন্যা সুহানার পছন্দের শিল্পী জাইন ম্যালিককে নিয়ে শাহরুখের সেলফি।

* বাবার প্রিয় তারকা তনুজার সঙ্গে।

* নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের চারটি ছবির দুই পরিচালক ফারাহ খান ও রোহিত শেঠির সঙ্গে শাহরুখ। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেরে আগাল বাগাল...ফিল্মো কি জান...রোহিত শেঠি অউর ফারাহ খান। ’
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ