ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

সংখ্যায় সংখ্যায় এবারের অস্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সংখ্যায় সংখ্যায় এবারের অস্কার

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার অস্কারের ৮৮তম আসরের দিকে সবার চোখ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এটি।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এ আয়োজন উপস্থাপনা করবেন কমেডিয়ান ক্রিস রক। সংখ্যায় সংখ্যায় চলুন জেনে নিই এবারের অস্কারের কিছু তথ্য।

৬,২৬১ : অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২৬১।
২৪ : প্রতিযোগিতামূলক পুরস্কারের বিভাগ ২৪টি।
৩০৫ : সেরা ছবির বিভাগে জমা পড়েছে ৩০৫টি চলচ্চিত্র (গত বছর ছিলো ৩২০)।
৮০ : বিদেশি ভাষার ছবির বিভাগে জমা পড়েছে ৮০ দেশের ৮০টি চলচ্চিত্র।
২৫,০৯০: ডলবি থিয়েটারের বলরুমের আয়তন ২৫ হাজার ৯০ স্কয়ার ফুট।
৩৩০০ : ডলবি থিয়েটারের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩০০।
৬০ : ডলবি থিয়েটারের অভ্যন্তরে টিকেট সংক্রান্ত সহকারীর দায়িত্বে থাকবেন ৬০ জন।
২২৫ : অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ২২৫টি দেশে।
২৫০ : এবিসি নেটওয়ার্কে অস্কার অনুষ্ঠান সম্প্রচারের প্রোডাকশন অফিসে কর্মরত থাকছেন ২৫০ জন।
১০০ : প্রোডাকশনের কাজে ব্যবহৃত হবে ১০০টি গাড়ি।
২৭০ : সম্প্রচারের সময় কাজ করবেন মোট ২৭০ ক্রু সদস্য।
৭৮৭ : অ্যাকাডেমি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ৭৮৭টি সংবাদ সংস্থা।
২৮৮ : অস্কারে অংশগ্রহণের ক্রেডেনশিয়াল পেয়েছে ২৮৮টি সংবাদ সংস্থা।
১৪১৫ : প্রেস ক্রেডেনশিয়াল পেয়েছেন ১ হাজার ৪১৫ জন সাংবাদিক (কারিগরি সদস্যসহ)
১০১৩ : ক্যামেরা অপারেটর, অডিও টেকনিশিয়ান ও অন্যান্য ক্রুসহ ১ হাজার ১৩ জন টিভি সংবাদকর্মী পেয়েছেন ক্রেডেনশিয়াল।

৭৪৫ : লালগালিচায় বসার জন্য রাখা হচ্ছে ৭৪৫টি আসন।
৬৩ : লালগালিচায় ছবি তোলার ক্রেডেনশিয়াল পেয়েছেন ৬৩ জন আলোকচিত্রী।
৩৬ : লালগালিচায় থাকার ক্রেডেনশিয়াল পেয়েছেন ৩৬ জন সংবাদকর্মী।
৫০০ : লালগালিচার দৈর্ঘ্য ৫০০ ফুট।
৩৩ : লালগালিচার প্রস্থ ৩৩ ফুট।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ