ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

আলিকে নিয়ে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ৫, ২০১৬
আলিকে নিয়ে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র

শ্বাসকষ্টের সমস্যায় ভুগে গত ৩ জুন মারা যান সর্বকালের সেরা বক্সার মুহাম্মদ আলি। তার মৃত্যুতে সারাবিশ্বের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া।

শুধু ক্রীড়া নয়, অন্যান্য অঙ্গনও শোকে মুহ্যমান।

ইসলাম ধর্ম গ্রহণের আগে আলির নাম ছিলো ক্যাসিয়াস ক্লে। বক্সিং প্রশিক্ষণ নেওয়া শুরু করেন ১২ বছর বয়সে। ১৯৬৪ সালে ২২ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় করেন আলি। ১৯৭৪ ও ১৯৭৮ সালে আরও দু’বার এই স্বীকৃত জিতেছেন তিনি। বক্সিং থেকে অবসরে যান ১৯৮১ সালে।

আলির খেলোয়াড়ি ও ব্যক্তিজীবনে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে বেশকয়েকটি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র। সেগুলোরই কয়েকটির টুকরো তথ্য।

আলি দ্য ফাইটার (১৯৭৭)
আলি ও জো ফ্রেজিয়ারের মধ্যকার তিন দফা বিখ্যাত লড়াইয়ের আগে গোপন উত্তেজনার ইঙ্গিত রয়েছে এই প্রামাণ্যচিত্রে।

দ্য গ্রেটেস্ট (১৯৭৭)
এ প্রামাণ্যচিত্রে মুহাম্মদ আলি নিজেই অভিনয় করেছেন। এতে জীবনের কম সুখকর মুহূর্তগুলো তুলে ধরেছেন তিনি।

হোয়েন উই ওয়্যার কিংস (১৯৯৬)
১৯৭৪ সালে কঙ্গোর রিপাবলিক অব জাইরে অনুষ্ঠিত হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে আলি ও জর্জ ফোরম্যানের লড়াই নিয়েই এই প্রামাণ্যচিত্র।

আলি (২০০১)
সনি লিস্টনের বিপক্ষে জয় থেকে শুরু করে ইসলাম ধর্ম গ্রহণের মতো জীবনের গুরুত্বপূর্ণ এক দশক নিয়ে সাজানো হয়েছে ছবিটি।

ফেসিং আলি (২০০৯)
আলির ক্যারিয়ারের বিভিন্ন মঞ্চের প্রতিদ্বন্দ্বী আর্নি শেভারস, কেন নর্টন ও ল্যারি হোমস তাকে শ্রদ্ধা জানিয়েছেন এ ছবিতে।

ট্রায়ালস অব মুহাম্মদ আলি (২০১৩)
এ ছবিতে দেখানো হয়েছে আলি শুধু বিখ্যাত বক্সারই ছিলেন না, প্রতিবাদে সোচ্চারও হতে পারেন।

আই অ্যাম আলি (২০১৪)
কিংবদন্তি বক্সারের অন্তরালে মুহাম্মদ আলি মানুষ হিসেবে কেমন তা এই প্রামাণ্যচিত্রে জানিয়েছেন বন্ধুবান্ধব, পরিবার ও সহ-মুষ্টিযোদ্ধারা।  

বাংলাদেশ সময় : ১০২২ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ