ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

মমর দেওয়া নাম ‘ভালোবাসা এমনই হয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
মমর দেওয়া নাম ‘ভালোবাসা এমনই হয়’ (বাঁ থেকে) ইরফান সাজ্জাদ, মিম ও মম- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ভালোবাসা এমনই হয়’ দেখতে দর্শক হলে যাবেন কেন? প্রশ্নটি করা হয়েছিলো ছবিটির নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে। তার জবাবটা এমন— ‘এটা সর্ম্পূর্ণ বাণিজ্যিক একটা ছবি। নাচ-গান-মারামারি-রোমান্স সবই আছে। আমার অন্যান্য ছবির মতোই এটি। লোকেশনের বৈচিত্র্য এই ছবির বাড়তি আকর্ষণ।’

২০১৬ সালে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে মিমের। এরই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম মাসে (২৭ জানুয়ারি) আবারও রূপালি পর্দায় হাজির হচ্ছেন তিনি।

‘ভালোবাসা এমনই হয়’ নির্মাণ করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। মিম জানালেন, তানিয়া আহমেদ অনেকের প্রিয় শিল্পী। তার বানানো নাটক দেখেছেন দর্শক। প্রথম ছবিটি কেমন তৈরি করলেন- সেটা দেখতে হলে যাওয়া যেতেই পারে!

‘ভালোবাসা এমনই হয়’-এর শুটিং শুরু হয় ২০১৪ সালে। নানা কারণে কাজ শেষ হতে দেরি হয়। পরে শুরু হয় মুক্তি জটিলতা। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি বিলম্বে মুক্তি পেলেও আশাবাদী মিম। তিনি বলেন, ‘ছবিটি দ্রুত মুক্তি দেওয়ার ব্যাপারে আমি পরিচালকসহ অন্যদের তাগাদা দিতাম। কারণ ছবিটি ঘিরে আমার প্রত্যাশা বেশি। শুটিংয়ের অনেক মধুর স্মৃতি আছে। ’

লন্ডনে ছবিটির নব্বই শতাংশ শুটিং হয়েছে। একাধিক দৃশ্যে শূন্যের নিচের তাপমাত্রায় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে মিমকে। তার মতে, ছোট ছোট কাপড় পরে শট দেওয়া বেশ কষ্টকর ছিলো।

শুটিংয়ের আরেকটি ঘটনা মিমকে আন্দোলিত করেছে। মিম বলেন, ‘আমরা অনেক মজা করতে করতে কাজটি করেছি। এমন অনেক দৃশ্য আছে যেগুলো এমনিতেই আড্ডাচ্ছ্বলে করা হয়েছিলো। কিন্তু পরিচালক কৌশলে সেগুলোকে ক্যামেরাবন্দি করেছে। এতে বাস্তবিক ব্যাপারটা ফুটে উঠেছে। ’  

‘ভালোবাসা এমনই হয়’ ছবির পোস্টার‘ভালোবাসা এমনই হয়’ ছবিটিতে মিমের সহশিল্পী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় বিজয়ী ইরফান সাজ্জাদ। এটি তার প্রথম ছবি। ইরফান বলেন, ‘নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কাজটি করেছি। নায়িকা, পরিচালক ও অন্যদের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। মনেই হয়নি প্রথম ছবির শুটিং করছি। তবে এটা ঠিক, মুক্তির দিন যত এগিয়ে আসছে আমার টেনশন তত বাড়ছে। দর্শকই পারেন আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে। ’

পরিচালক তানিয়া আহমেদ জানান, ছবির নাম প্রথমে ‘গুডমর্নিং লন্ডন’ রাখা হয়েছিলো। তিনি বলেন, “নিজের বিবেকের কাছে সায় পাচ্ছিলাম না এই নামটি নিয়ে। বারবারই মনে হচ্ছিলো নাম পাল্টাতে হবে। আমরা একটা সুন্দর বাংলা নাম খুঁজছিলাম। একদিন অভিনেত্রী জাকিয়া বারী মম গল্পটি শুনে বললেন, এর নাম হতে পারে ‘ভালোবাসা এমনই হয়”।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ