সোমবার (০৪ ডিসেম্বর) কলকাতার তাজ বেঙ্গলে পাওলির বিয়ের অনুষ্ঠান হয়। পাত্র গুয়াহাটির অর্জুন দেব।
![বিয়ের ক্ষণে বরের সঙ্গে পাওলি দাম (ছবি: সংগৃহীত)](http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/News-0220171205154622.jpg)
বিয়ের অনুষ্ঠানে পাওলি একেবারে বাঙালি বধূর সাজে নিজেকে সজ্জিত করেন। সিঁদুরদান-সাতপাক সবই ছিল আয়োজনে। অতিথিদের আপ্যায়নে ছিল বিশাল আয়োজন।
লাল বেনারসি গায়ে জড়িয়ে মায়ের ট্র্যাডিশনাল সোনার গয়না পরে বিয়ের মণ্ডপে হাজির হন ‘ছত্রাক’ খ্যাত এই নায়িকা। ১০ ডিসেম্বর (রোববার) পাওলি-অর্জুনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
জেআইএম/আইএ