ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

জাতিসংঘে নিষিদ্ধ শারাপোভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জাতিসংঘে নিষিদ্ধ শারাপোভা ছবি : সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের সকল কার্যক্রম থেকে মারিয়া শারাপোভাকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ডোপ টেস্টে পজেটিভ প্রমাণীত হওয়ায় গত ১২ মার্চ টেনিস থেকে নিষদ্ধ হন রাশিয়ান এ সুন্দরী।



গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন নিষিদ্ধ দ্রব্য মেলডোনিয়াম সেবন করেছিলেন শারাপাপোভা। পরে সংবাদ সম্মেলনে নিজেই এমন কথা স্বীকার করে নেন।

পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা ২০০৭ সাল থেকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির দূত হিসেবে বিশ্বব্যাপী কর্মরত ছিলেন। তবে নিষিদ্ধ দ্রব্য সেবন করায় এবার আন্তর্জাতিক উন্নয়নমূলক এ সংস্থা থেকে বহিষ্কার করা হলো তাকে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ