ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

টেনিস

নিজেকে প্রত্যাহার করে নিলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, মে ৪, ২০১৬
নিজেকে প্রত্যাহার করে নিলেন ফেদেরার ছবি:সংগৃহীত

ঢাকা: মাদ্রিদ মাস্টার্স ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন রজার ফেদেরার। কাঁধের ইনজুরিতে ভুগছেন টেনিসের ‍সাবেক শীর্ষ এই তারকা।

গত শনিবার অনুশীলনের সময় চোট পান তিনি।

৩৪ বছর বয়সী অভিজ্ঞ সুইস তারকা সাংবাদিক সম্মেলনে জানান, অনুশীলনের সময় চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে তিনি সরে যাচ্ছেন।

এ আসর থেকে সরে গেলেও ফেদেরার সামনে সপ্তাহের রোম ওপেনে নিজেরে খেলার ব্যাপারে আশাবাদী। কারণ ২২ মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে এই আসরটিতে নিজেকে প্রস্তুত করার শেষ সুযোগ থাকছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ