ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শেষ আটে সেরেনা, ভেনাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ২, ২০১৬
শেষ আটে সেরেনা, ভেনাসের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন সেরেনার বড় বোন সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস।

রোলাঁ গারো স্টেডিয়ামে হেসেখেলেই চতুর্থ রাউন্ডের বাধা পার করেন সেরেনা। সময় নেন মাত্র ৬২ মিনিট। ইউক্রেনের ইলিনা ভিতোলিনাকে সরাসরি সেট ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে শেষ আটে পা রাখেন মার্কিন টেনিস তারকা। কোয়ার্টারে সেরেনার প্রতিপক্ষ কাজাখাস্তানের ইউলিয়া পুতিন্তসেভা।

সেমিতে উইলিয়ামস বোনদের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা থাকলেও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। কোয়ার্টারে ওঠার দৌড়ে সুইজারল্যান্ডের তিমিয়া বাকসিন্সকির কাছে ৬-২, ৬-২ গেমে হেরে যান সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এদিকে, পুরুষ এককের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কষ্টার্জিত জয় নিয়ে কোয়ার্টার নিশ্চিত করেন নোভাক জোকোভিচ। স্প্যানিশ রবার্তো বাতিস্তা অগাটকে ৩-৬, ৬-৪, ৬-১, ৭-৫ গেমে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সার্বিয়ান টেনিস সেনসেশন। বৃষ্টির কারণে যে দু’দিনে ম্যাচের নিষ্পত্তি হয়। সেমির লড়াইয়ে জোকোভিচের প্রতিপক্ষ চেক রিপাবলিকের টমাস বার্ডিচ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআরএম

** 
সেমিফাইনালে ওয়ারিঙ্কার মুখোমুখি মারে
** ঝড়ের কবলে জোকোভিচ!
** হালেপ-আগ্নিয়েস্কার বিদায়, টিকে রইলেন পিরোনকোভা
** কোয়ার্টারে মারে-ওয়ারিঙ্কা
** ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা
**নাদালের ফ্রেঞ্চ ওপেন শেষ
**‘স্বরূপে’ ফিরলেন মারে
** ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল-সেরেনা
**পাঁচ সেটের রোমাঞ্চকর জয়ে লজ্জা এড়ালেন মারে
** জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা
** দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ