ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
তৃতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও দু’জনই সরাসরি সেটের জয় পেয়েছেন।

সুপার স্লাম (চারটি গ্র্যান্ড স্লাম) জয়ের পথে দুর্দান্তভাবেই ছুটছেন বিশ্বসেরা জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন ও ক্যারিয়ারের অধরা ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ছোঁয়ার পর উম্বলডনেও অন্যতম ফেভারিট সার্বিয়ান টেনিস আইকন। লন্ডনের টেনিস কোর্টে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে রেকর্ড বুকেও নাম লেখান তিনি।

ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে ৬-৪, ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে টেনিসর উন্মুক্ত যুগে টানা ৩০টি গ্র্যান্ড স্লাম সিঙ্গেল ম্যাচ জেতার রেকর্ড গড়েন ২৯ বছর বয়সী এ টেনিস আইকন।

অপর ম্যাচে র‌্যাংকিংয়ের ৭৭২ নম্বর খেলোয়াড় ব্রিটিশ মার্কাস উইলিসকে ৬-০, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রত্যাশিত জয় তুলে নেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। তৃতীয় রাউন্ডে সুইস কিংবদন্তির সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডের ড্যানিয়েল ইভান্স বা ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভ। আর ব্রাজিলিয়ান থমাস বেলুচ্চি ও যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মধ্যকার জয়ীর বিপক্ষে কোর্টে নামবেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমআরএম

** 
দ্বিতীয় রাউন্ডে মারে-সেরেনা
** জয়ে শুরু ফেদেরার-জোকোভিচের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ