ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

উইম্বলডনের কোয়ার্টারে মারে-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
উইম্বলডনের কোয়ার্টারে মারে-ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ড গড়েই উইম্বলডন চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠে গেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। সহজ জয়ে অ্যান্ডি মারেও নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল।

কোনো অঘটনের শিকার না হলে টেনিস বিশ্বের এ দুই তারকার দেখা হয়ে যেতে শিরোপা নির্ধারণীতে।

সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারান ফেদেরার। এর মধ্য দিয়ে জিমি কনর্সের ১৪ বার উইম্বলডনে ওঠার রেকর্ড স্পর্শ করেন সুইস আইকন। শুধু তাই নয়, নারী টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড ৩০৬টি গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতার রেকর্ডও ছুঁয়ে ফেলেন ফেদেরার।

চতুর্থ রাউন্ডের অপর ম্যাচেও সরাসরি সেটের জয় নিয়ে কোর্ট ছাড়েন ঘরের ছেলে মারে। অস্ট্রেলিয়ান তরুণ নিক কিরগিয়াসকে ৭-৫, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আরো এক ‍ধাপ এগিয়ে যান ব্রিটিশ তারকা। এই ইভেন্টে তার একমাত্র ট্রফিটি আসে ২০১৩ আসরে।

সেমি নিশ্চিতের ম্যাচে ক্রোয়েশিয়ান ম্যারিন চিলিসের মুখোমুখি হবেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। আর মারেকে চ্যালেঞ্জ জানাবেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ