ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ছেলেদের ডাবলসে স্বর্ণ জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
ছেলেদের ডাবলসে স্বর্ণ জিতলেন নাদাল নাদাল-লোপেজ জুটি-ছবি:সংগৃহীত

ঢাকা: ইনজুরি নিয়ে রাফায়েল নাদালের রিও অলিম্পিকে অংশগ্রহণ করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। তবে দুর্দান্ত খেলে ছেলেদের ডাবলসে স্বদেশি মার্ক লোপেজকে নিয়ে শেষ পর্যন্ত স্বর্ণ জিতে নিলেন এই টেনিস তারকা।

ছেলে ডা‌বলস ক্যাটাগরির ফাইনালে নাদাল-লোপেজ জুটি হারান রোমানিয়ার ফ্লোরিন মার্গেয়া ও হোরিয়া টেকাউকে। শিরোপা নির্ধারণীতে স্প্যানিশ এ জুটি জেতেন ৬-২, ৩-৬ ও ৬-৪ সেটে।

অলিম্পিক ইতিহাসে নিজের দ্বিতীয় স্বর্ণ জিতলেন নাদাল। এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকে প্রথমবারের মতো ছেলেদের এককে সেরা হয়েছিলেন তিনি।

এদিকে ছেলেদের এককেও রিও অলিম্পিকে অসাধারণ খেলছেন নাদাল। ফ্রান্সের গিলেস সিমোনের বিপক্ষে জিতে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ