ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

সিঙ্গাপুরে উড়ছেন বিশ্বসেরা কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সিঙ্গাপুরে উড়ছেন বিশ্বসেরা কেরবার ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে ‘ডব্লিউটিএ ফাইনালস’ ইভেন্টে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার। মৌসুমের শেষদিকের এই টুর্নামেন্টটির গত তিনটি আসরে অংশ নিয়ে মাত্র দু’টি ম্যাচ জিতেছিলেন জার্মান টেনিস সেনসেশন।

কিন্তু এবার চমৎকার বছর পার করছেন তিনি।

প্রথম ম্যাচের কষ্টার্জিত জয় ভুলে সরাসরি সেটের দুর্দান্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন ২৮ বছর বয়সী কেরবার। রোমানিয়ান ‍তারকা সিমোনা হালেপকে ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেন তিনি।

এর আগে কেরবারকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন স্লোভাকিয়ার ডমিনিকা চিবুল্কোভা। দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর তিন সেটে প্রথম ম্যাচটি নিষ্পত্তি হয়েছিল। প্রথমটি সেটটি তো ট্রাইবেকারে গড়ায়। ম্যাচটির ফলাফল ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৩।

পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের ২১ বছরের তরুণী ম্যাডিসন কিইসের মুখোমুখি হবেন কেরবার। যিনি হালেপের কাছে (৬-২, ৬-৪) হারলেও ডমিনিকার বিপক্ষে ৬-১, ৬-৪ গেমের জয় তুলে নেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ