ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

টানা তিন জয়ে শেষ চারে বিশ্বসেরা কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
টানা তিন জয়ে শেষ চারে বিশ্বসেরা কেরবার ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে ‘ডব্লুটিএ ফাইনালস’ ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার। শিরোপা থেকে আর দু’টি জয় দূরে জার্মান টেনিস সেনসেশন।

যেখানে ফাইনাল নিশ্চিতের ম্যাচে তাকে লড়তে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার বিপক্ষে।

টানা তিন জয়ে সেমিতে পা রাখেন কেরবার। আমেরিকান তরুণী ম্যাডিসন কিইসকে সরাসরি সেটে হারিয়ে কোর্ট ছাড়েন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী। সমান ৬-৩, ৬-৩ গেমের জয়ের আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে রাদওয়ানাস্কার মুখোমুখি হবেন। যিনি চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।

এর আগে টুর্নামেন্টের শুরুতে কষ্টার্জিত জয়ই সঙ্গী হয় তার। স্লোভাকিয়ান ডোমিনিকা চিবুল্কোভার বিপক্ষে ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৩ গেমের জয়ে প্রথম ম্যাচের ‍বাধা পার করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে রোমানিয়ান তারকা সিমোনা হালেপকে সরাসরি সেট ৬-৪, ৬-২ গেমে হারিয়ে স্বরূপে ফেরেন কেরবার।

এদিকে, অপর সেমিতে চিবুল্কোভার মুখোমুখি হবেন রাশিয়ান ভেতলানা কুজনেৎসোভা। হালেপকে ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে চিবুল্কোভা ও চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন জয়ী স্প্যানিশ গার্বিন মুগুরুজাকে ৩-৬, ৬-০, ৬-১ গেমে হারিয়ে সেমির টিকিট হাতে পান কুজনেৎসোভা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ