ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

রাজশাহীতে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
রাজশাহীতে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে হয়ে গেলো ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

রাজশাহী: রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে হয়ে গেলো ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এতে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের কারান শিবসতাভ। চূড়ান্ত পর্বে ভারতের রিশব শারদাকে ৬-১ ও ২-১ সেটে পরাজিত করেন তিনি।

আর ছেলেদের দ্বৈতে দক্ষিণ কোরিয়ার জনহান লি ও চেন উপার্দ জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। তারা দক্ষিণ কোরিয়ার ডিহান কিম ও জাঙ্গ হো সিন জুটিকে পরাজিত করেন।

এর আগে, মেয়েদের এককের ফাইনালে চীনের ইউ জিয়াও চি ৬-০ ও ৬-৪ সেটে ভারতের তানিসা কাসাবকে পরাজিত করেছেন।

আর মেয়েদের দ্বৈতের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ঝাউ মিন পার্ক ও চাও হাই জিম জুটি ৭-৫ ও ৬-৩ সেটে চীনের ইউ জিয়াও চি ও জিং ইয়ান জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশীদ আনোয়ার উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় বংলাদেশসহ ১২টি দেশের ১০২ জন প্রতিযোগী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসএস/জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ