ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দ্বিতীয় রাউন্ডেই বাদ বিশ্বসেরা কেরবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
দ্বিতীয় রাউন্ডেই বাদ বিশ্বসেরা কেরবার ‍রাশিয়ার ১৯ বছরের তরুণীর কাছে সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন বিশ্বসেরা অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে বড় এক ধাক্কাই খেলেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার। প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিডনি ইন্টারন্যাশনাল ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ‍বিদায় নিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

‍রাশিয়ার ১৯ বছরের তরুণী ডারিয়া কাসাতকিনার কাছে সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন জার্মান সেনসেশন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটটি টাইব্রেকারে ৬-৭ (৫-৭) গেমে নিষ্পত্তি হয়।

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে সমর্থকদের হতাশই করেন কেরবার। ২-৬ গেমে হেরে একরাশ হতাশা নিয়ে কোর্ট ছাড়েন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কেরবারকে (ডানে) দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে ডারিয়া কাসাতকিনার উচ্ছ্বাস/ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ তারকা জোহানা কন্তার মুখোমুখি হবেন কাসাতকিনা। স্বাগতিক দেশের ডারিয়া গাভ্রিলোভার বিপক্ষে ৬-১, ৬-৩ গেমের দুর্দান্ত জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন কন্তা।

মেলবোর্নে আগামী ১৬ জানুয়ারি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ১০৫তম আসরের পর্দা উঠবে। গতবার ফাইনালে সেরেনা উইলিয়ামসকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফির স্বাদ নেন কেরবার।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ