ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শেষ হলো বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
শেষ হলো বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শেষ হলো বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা

মহান বিজয় দিবস-২০১৬ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৪ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত আয়োজিত ‘বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা ২০১৬’ এর ফাইনল খেলা ও পুরস্কার বিতরণী অদ্য রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের উপদেষ্টা অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন ও প্রেস্টিজ ব্যাংগল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আমান মঈন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের উপদেষ্টা ও টুর্নামেন্ট কো-অর্ডিনেটর জনাব গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর জনাব খালেদ সালাহউদ্দিনসহ এ.আই.ইউ.বি ও টেনিস ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ১৯টি ক্লাব এবং সংস্থা হতে ২১৫ জন খেলোয়াড় ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল:

পুরুষ একক: চ্যাম্পিয়ন - মামুন বেপারী (স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব, পাবনা) রানার-আপ - আলমগীর হোসেন (নরডিক ক্লাব)
পুরুষ দ্বৈত: চ্যাম্পিয়ন - শেখ হাসিবুল হক (সাতক্ষীরা টেনিস ক্লাব) ও মামুন বেপারী (স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব, পাবনা) রানার-আপ - অমল রায় (ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার) ও আনোয়ার হোসেন (স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব, পাবনা): স্কোর - ওয়াকওভার
মহিলা একক: চ্যাম্পিয়ন - ঈশিতা আফরোজ (বিকেএসপি) রানার-আপ: আফরানা ইসলাম প্রিতি
মহিলা দ্বৈত: চ্যাম্পিয়ন - পপি আক্তার (বিকেএসপি) ও ঈশিতা আফরোজ (বিকেএসপি) রানার-আপ - আফরানা ইসলাম (বিকেএসপি) ও জলি আক্তার (বিকেএসপি) স্কোর: ৬-৩, ৬-২
বালক একক অনূর্ধ্ব ১৬ বছর: চ্যাম্পিয়ন - জুয়েল রানা (এলিট টেনিস একাডেমীর) রানার-আপ - মো: ইশতিয়াককে (বিকেএসপি) স্কোর: ৬-২, ৬-৪
বালক একক অনূর্ধ্ব ১৪ বছর: চ্যাম্পিয়ন - মো: ইমন ইসলাম (জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী) রানার-আপ - সোহেল (ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার) স্কোর: ৬-১, ৬-০
বালিকা একক অনূর্ধ্ব ১৪ বছর: চ্যাম্পিয়ন: জেরিন সুলতানা (বিকেএসপি) রানার-আপ: শ্রাবণী বিশ্বাস জুই (জাতীয় টেনিস কমপ্লেক্স)
বালক একক অনূর্ধ্ব ১২ বছর: চ্যাম্পিয়ন - আলভি (জাতীয় টেনিস কমপ্লেক্স) রানার-আপ - খন্দকার শায়ান শহিদ (জাতীয় টেনিস কমপ্লেক্স)
বালিকা একক অনূর্ধ্ব ১২ বছর: চ্যাম্পিয়ন - মাসফিয়া আফরিন (ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা) রানার-আপ - সাদিয়া আফরিন (বিকেএসপি) স্কোর: ৬-৩, ৬-১
বালক একক অনূর্ধ্ব ১০ বছর: প্রথম স্থান - আদনান (জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী), ২য় স্থান - অমিত (এলিট টেনিস একাডেমী) ও ৩য় স্থান - রিয়ান শেখ (এলিট টেনিস একাডেমী) 
বালিকা একক অনূর্ধ্ব ১০ বছর: প্রথম স্থান - প্রত্যাশা দাস (জাফর ইমাম টেনিস, রাজশাহী), ২য় স্থান - তুলতুল (জাতীয় টেনিস কমপ্লেক্স), ৩য় স্থান - কনা (এলিট টেনিস একাডেমী)
বালক একক অনূর্ধ্ব ৮ বছর: প্রথম স্থান - সজিব মোল্লা (এলিট টেনিস একাডেমী), ২য় স্থান - সজিব হোসেন (এলিট টেনিস একাডেমী), ৩য় স্থান - সিয়াম (জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, রাজশাহী)
বালিকা একক অনূর্ধ্ব ৮ বছর: প্রথম স্থান - অশিতা নাওয়ার (জাতীয় টেনিস কমপ্লেক্স), ২য় অরিদ্রা শাহরিয়ার (জাতীয় টেনিস কমপ্লেক্স)।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ