ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

চতুর্থ রাউন্ডে যেতে ফেদেরারের ৯০ মিনিটের লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
চতুর্থ রাউন্ডে যেতে ফেদেরারের ৯০ মিনিটের লড়াই রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। চেক প্রজাতন্ত্রের তারকা টমাস বার্ডিচকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কাটেন ফেদেরার।

রড লাভার অ্যারেনায় শুক্রবার (২০ জানুয়ারি) ফেদেরারের মুখোমুখি হয় বার্ডিচ। দুই পক্ষের লড়াই চলে ৯০ মিনিট।

৬-২, ৬-৪ ও ৬-৪ গেমে জয় তুলে নেন ফেদেরার।

ম্যাচ শেষে ফেদেরার জানান, ‘আমি এতোটা আশা করিনি। সত্যি বলছি, আমার প্রস্তুতি নিয়ে কোনো ঘাটতি ছিল না। সব কিছুই বেশ ভালোভাবে যাচ্ছে। আমি দিন শেষে একজন সুখি মানুষ। আগের রাউন্ডেও আমাকে পরিশ্রম করেই জিততে হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা সত্যিই খুব কঠিন আর তারা ভালো খেলেছে বলেই আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। নিজের এমন পারফরমেন্সে অবাক হচ্ছি। ’

এর আগে তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে সরাসরি সেটে জিতলেও র‌্যাংকিংয়ের ১৮১ নম্বরের মার্কিন তরুণ নোয়াহ রুবিনের বিপক্ষে ঘাম ঝরাতে হয় ফেদেরারকে।

তৃতীয় রাউন্ড নিশ্চিতে মেলবোর্ন পার্কে প্রথম সেটেই দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমের জয়ে লিড নেন সুইস কিংবদন্তি। দ্বিতীয় সেটটি অনায়াসেই ৬-৩ গেমে পার করেন ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার।

তৃতীয় সেটের লড়াই ছিল শ্বাসরুদ্ধকর। যা টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-৩) গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। এর আগে অস্ট্রিয়ান জার্গেন মেলজারের বিপক্ষে চার সেটে প্রথম রাউন্ডের বাধা পার করেছিলেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ টেনিস আইকন।

চতুর্থ রাউন্ড নির্ধারণীতে ফেদেরারের প্রতিপক্ষ থাকা টমাস বার্ডিচ স্বদেশী রায়ান হ্যারিসনকে ৬-৩, ৭-৬ (৮-৬), ৬-২ গেমে হারিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ