ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

আবারো ফাইনালের হতাশায় ডুবলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
আবারো ফাইনালের হতাশায় ডুবলেন নাদাল আবারো ফাইনালের হতাশায় ডুবলেন নাদাল/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রজার ফেদেরারের কাছে হার মানেন। এবার অখ্যাত স্যাম কুয়েরির বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবে কোর্টে নেমে অঘটনের শিকার হলেন রাফায়েল নাদাল। মেক্সিকান ওপেনের এবারের আসরে যেখানে একটি গেমও হারেননি। সেই নাদালই শিরোপা নির্ধারণীতে সরাসরি সেটে হারের লজ্জায় ডুবলেন।

প্রথম সেটেই কুয়েরির কাছে ৬-৩ গেমে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন নাদাল। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

দু’জনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৭-৬ (৭-৩) গেমের জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী কুয়েরি। শিরোপার এতো কাছে এসেও একরাশ হতাশাই সঙ্গী হয় ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর।

...পাঁচবারের দেখায় নাদালের বিপক্ষে প্রথম জয় উদযাপন করেন কুয়েরি। রেকর্ডবুকেও নাম লেখান। টুর্নামেন্টের ২৪ বছরের ইতিহাসে প্রথম আমেরিকান হিসেবে মেক্সিকান ওপেন জেতার গৌরব অর্জন করেন।

এই ইভেন্টে নাদালের তৃতীয় শিরোপা জেতা হলো না। এর আগে ২০০৫ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নের আসনে বসেছিলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ