ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোয়ার্টারে মুখোমুখি ভেনাস-কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
কোয়ার্টারে মুখোমুখি ভেনাস-কেরবার ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই টেনিস আইকন ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার। দু’জনই সরাসরি সেটের জয়ে শেষ আটে পা রাখেন।

অনায়াসেই চতুর্থ রাউন্ডের বাধা পার করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কেরবার। তার সামনে দাঁড়াতেই পারেননি জাপানিজ তরুণী রিসা ওজাকি।

৬-২, ৬-২ গেমের দাপুটে জয়ে কোর্ট ছাড়েন জার্মান টেনিস সেনসেশন।

অপর ম্যাচে ৩৬ বছর বয়সী ভেনাসকে ঘাম ঝরাতে হয়। ৬-৩ গেমে সহজেই প্রথম সেট পার করেন। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়েন রাশিয়ান কুজনেৎসোভা। টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৪) গেমের কষ্টার্জিত জয় পান মার্কিন আইকন।

মুখোমুখি লড়াইয়ে সাবেক বিশ্বসেরা ভেনাসের চেয়ে এগিয়ে কেরবার। এখন পর্যন্ত ছয়বারের দেখায় চার ম্যাচেই জয় উদযাপন করেন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী। সবশেষ ২০১৬ উইম্বলডনের সেমিতে ভেনাসকে হারিয়েছিলেন কেরবার। ফাইনালে ভেনাসের ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে তার স্বপ্নভঙ্গ হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ