ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

মিয়ামি ওপেনের সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
মিয়ামি ওপেনের সেমিতে ফেদেরার রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

তিন সেটের রোমাঞ্চকর জয়ে মিয়ামি ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। চেক তারকা টমাস বার্ডিচের বিপক্ষে দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ান সুইস কিংবদন্তি।

কোনো অঘটন না ঘটলে নাদাল-ফেদেরার ফাইনাল উপভোগ করবে টেনিস বিশ্ব। মার্কিন তরুণ জ্যাক সককে অনায়াসেই হারিয়ে (৬-২, ৬-৩) শেষ চারে পা রাখেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

বার্ডিচকে প্রথম সেটে ৬-২ গেমে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেন ফেদেরার। কিন্তু, দ্বিতীয় সেটে হেরে যান ৬-৩ গেমে। এর মধ্য দিয়ে তার টানা সেট জয়ের ধারাবাহিকতা থামলো ১৭-তে। তৃতীয় সেটে দু’জনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

যেখানে ৬-৪ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় দুর্দান্তভাবেই ম্যাচে ফেরেন ফেদেরার। ভুলের খেসারত দেন বার্ডিচ। ৭-৬ (৮-৬) গেমের ফলাফলে একরাশ স্বস্তি নিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়ান তরুণ নিক কিরগিয়াসের মুখোমুখি হবেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। উঠতি জার্মান খেলোয়াড় আলেক্সান্ডার জিভারেভকে ৬-৪, ৬-৭ (৯-১১), ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন কিরগিয়াস। সেমিতে নাদালের সামনে ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনি।

বলা বাহুল্য, বছরের তৃতীয় শিরোপা থেকে আর মাত্র দু’টি জয় দূরে ৩৫ বছর বয়সী ফেদেরার। প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২০১৭ মৌসুম শুরু করেন ফর্মে ফেরা এ টেনিস আইকন। চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) ট্রফি উঁচিয়ে ধরেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ