ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদালের বিপক্ষে অপ্রতিরোধ্য ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নাদালের বিপক্ষে অপ্রতিরোধ্য ফেদেরার রাফায়েল নাদাল ও রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

ফর্মের তুঙ্গে থাকা রজার ফেদেরারের কাছে আবারো ধরাশায়ী রাফায়েল নাদাল! চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে টানা চারটি ম্যাচে হেরে গেছেন স্প্যানিশ সেনসেশন। এ মৌসুমেই টানা তিন। সবশেষ মিয়ামি ওপেনের ফাইনালে নাদালকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা উল্লাসে মাতেন সুইস কিংবদন্তি।

ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে ২০১৬ সালের অর্ধেকটা সময় ছিলেন কোর্টের বাইরে। নতুন বছরে এসেই দুর্দান্ত প্রত্যাবর্তন।

তিনটি বড় ট্রফি জিতে নিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার।

...মিয়ামি ইভেন্টে নাদালের প্রথম শিরোপার অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হলো। পাঁচবার ফাইনাল খেলেও ট্রফির দেখা পেলেন না সাবেক বিশ্বসেরা। অন্যদিকে, ১১ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছেন ফেদেরার। হাইভোল্টেজ ফাইনালে ৯৪ মিনিটে ৬-৩, ৬-৪ গেমের দাপুটে জয়ে তৃতীয়বারের মতো মিয়ামি ওপেন জিতে নেন।

... এবারের মৌসুমে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ফেদেরার। এখন পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে তিনটিতেই চ্যাম্পিয়নের আসনে ৩৫ বছর বয়সী টেনিস আইকন।  ২১ ম্যাচের মধ্যে ২০টিতেই জয় নিয়ে কোর্ট ছাড়েন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। শুধুমাত্র দুবাই ওপেনে রাশিয়ান ইভজেনি ডন্সকির কাছে (দ্বিতীয় রাউন্ড) হার মানেন।

...জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পর মার্চে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে (চতুর্থ রাউন্ড) ফেদেরারের কাছে হারের লজ্জায় ডোবেন নাদাল। মিয়ামিতেও হলো একই দশা! ২০১৫ সালের সুইস ইনডোর্স ফাইনাল থেকেই ফেদেরারের বিপক্ষে জয়হীন নাদাল। গত বছর দু’জনের সাক্ষাৎ হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ