ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

চ্যারিটি ম্যাচে মারেকে হারালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
চ্যারিটি ম্যাচে মারেকে হারালেন ফেদেরার অ্যান্ডি মারে ও রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত চ্যারিটি প্রদর্শনী ম্যাচে রজার ফেদেরারের কাছে হেরে গেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। কনুইয়ের ইনজুরি কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোর্টে ফিরে সরাসরি সেটে হার মানেন ব্রিটিশ সেনসেশন।

আগামী সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্স (১৬ এপ্রিল শুরু) দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে চোখ রাখছেন মারে। সুইস মাস্টার্স দাতব্য ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ‘ম্যাচ ফর আফ্রিকা’ শিরোনামে প্রদর্শনী ম্যাচটির আয়োজন করা হয়।

...প্রথম সেটে ৬-৩ গেমের সহজ জয়ে লিড নেন ফেদেরার। দ্বিতীয় সেটে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৫) গেমের ফলাফলে জয় উদযাপন করেন সুইস আইকন।

এ মৌসুমে ফর্মের তুঙ্গে ৩৫ বছর বয়সী ফেদেরার। নিজেকে নতুনরূপে আবিষ্কার করেছেন সাবেক বিশ্বসেরা। শাসন করছেন টেনিস বিশ্ব। ২০১৭ সালে এখন পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে তিনটেই চ্যাম্পিয়নের আসনে বসেন।

...বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর গত মার্চে জেতেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স। মাঝে দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার মানেন। সবশেষ চলতি মাসেই মিয়ামি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন ফেদেরার। যেটি মিস করেন অ্যান্ডি মারে।

অন্যদিকে, মারেও এখন পর্যন্ত চারটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়েছেন। কাতার ওপেন (রানার্সআপ), অস্ট্রেলিয়ান ওপেন (চতুর্থ রাউন্ড), দু্বাই টেনিস চ্যাম্পিয়নশিপ (চ্যাম্পিয়ন) ও ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স (দ্বিতীয় রাউন্ড)।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ