ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনের প্রাইজমানি বাড়লো ৪ মিলিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ফ্রেঞ্চ ওপেনের প্রাইজমানি বাড়লো ৪ মিলিয়ন ফ্রেঞ্চ ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের সামনে এবার আরও বেশি আয়ের সুযোগ/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরে অর্থ পুরস্কার (প্রাইজমানি) বাড়িয়ে ৩৬ মিলিয়ন ইউরো করা হয়েছে। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজকরা। প্রাইজমানি গতবারের চেয়ে বেড়েছে ৪ মিলিয়ন ইউরো।

সিঙ্গেল ম্যাচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রত্যেকে পাবেন ২.১ মিলিয়ন ইউরো। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে শুরুর রাউন্ডগুলোতে।

প্রথম রাউন্ড কোয়ালিফাইংয়ে হেরে গেলেও ৫ হাজার ইউরোর নিশ্চয়তা থাকছে। যা এক বছরের মধ্যে ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

...তিন রাউন্ড কোয়ালিফাইং পার করলে খেলোয়াড়রা ১৮ হাজার ইউরো আয় করবেন। অন্যদিকে, মূলপর্বের প্রথম রাউন্ডে যারা হেরে যাবেন ৩৫ হাজার ইউরো বাড়ি নিয়ে যতে পারবেন।

আগামী ২৮ মে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের ১১৬তম আসরের পর্দা উঠবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ক্লে-কোর্টের (লাল মাটির কোট) ইভেন্টটিতে সবচেয়ে বেশি ৯টি শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল (সবশেষ ২০১৪)।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ