ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

সেমিতে নাদাল, মারের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
সেমিতে নাদাল, মারের কষ্টার্জিত জয় সেমিতে নাদাল, মারের কষ্টার্জিত জয়-ছবি:সংগৃহীত

বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। টেনিসের অবাছাই চুয়াং হেইয়নকে হারিয়ে দশমবারের মতো আসরটির শেষ চার নিশ্চিত করেন এই স্প্যানিশ। সেমিতে উঠেছেন অ্যান্ডি মারেও। তবে বেশ ঘাম ঝড়াতে হয়েছে তাকে।

এদিন অবাছাইর সঙ্গে খেললেও প্রথম সেটটি বাজে কেটেছে সাবেক নাম্বার ওয়ান নাদালের। ৭-৬ (১) সেটে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট অবশ্য ৬-২ গেমে জিতে নেন তিনি।

আরেক সেমিতে আলবার্ট রামোস-ভিনোলাসের বিপক্ষে খেলতে নামেন ব্রিটিশ তারকা মারে। কিন্তু প্রথম সেট তাকে ২-৬ গেমে হেরে যেতে হয়। তবে পরের দুই সেটে জয় নিয়ে শেষ চার নিশ্চিত করলেও ভুগতে হয়েছে টেনিস পুরুষের নাম্বার ওয়ান তারকাকে।

৬-২ সেটে দ্বিতীয় সেটে জয় পান মারে। আর শেষ সেটটি জিতেন ৭-৬ (৭-৪) গেমে। সেমিতে তিনি লড়বেন অস্ট্রিয়ার ডোমিনিকো থিয়েমের বিরুদ্ধে।  

অন্যদিকে আর্জেন্টাইন হোরাসিকো জেবালোসের বিপক্ষে শেষ চারের ম্যাচে খেলবেন নাদাল।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ