ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদালের হাতেই বার্সেলোনা ওপেনের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মে ১, ২০১৭
নাদালের হাতেই বার্সেলোনা ওপেনের শিরোপা ছবি: সংগৃহীত

একমাত্র খেলোয়াড় হিসেবে মন্টেকার্লো মাস্টার্সে সর্বোচ্চ দশবার শিরোপা জেতার পর এবার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।

বার্সেলোনায় ওপেনেও নিজের দশ নম্বর খেতাব জিতলেন এই স্প্যানিশ মহাতারকা৷ গোটা টুর্নামেন্টে কোনো সেট না খুঁইয়েই নাদালের শিরোপা জেতেন। এটা ছিল তার মৌসুমের পঞ্চম ও ক্লে কোর্টে দ্বিতীয় শিরোপা।

ফাইনালে ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদালের প্রতিপক্ষ ছিলেন ২৩ বছর বয়সী অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। ফাইনালের মঞ্চে স্প্যানিশ কিংবদন্তির কাছে ৬-৪, ৬-১ সেটে উড়ে যান থিয়েম।

স্প্যানিশ তারকা নাদাল সেমিফাইনালে হারান আর্জেন্টিনার হোরাসিও জেবাওসকে। মাত্র ৩৪ মিনিটেই ম্যাচ বের করে নেন তিনি। ম্যাচের ফল ছিল ৬-৩, ৬-৪। অপরদিকে, থিয়েম হারান টেনিস পুরুষের শীর্ষ তারকা অ্যান্ডি মারেকে। ৬-২, ৩-৬, ৬-৪ সেটে হারান ব্রিটিশ তারকাকে।

ক্লে কোর্টে নাদালের এটি ৫১তম শিরোপা। এছাড়া, ক্যারিয়ারের ৭১ নম্বর খেতাবও জিতলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ