ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদাল-জোকোভিচের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
নাদাল-জোকোভিচের জয়ে শুরু রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে লা ডেসিমা (দশম শিরোপা) মিশনে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে সরাসরি সেটের জয়ে শুরুটা হয়েছে দারুণ। কোচ আন্দ্রে আগাসির অধীনে জয়ে শুরু করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

ফ্রেঞ্চ ওপেনের জন্য জোকোভিচের প্রস্তাবে প্রথমবারের মতো কোচিং পেশায় নাম লেখান সাবেক মার্কিন টেনিস তারকা আগাসি। তবে দীর্ঘমেয়াদি চুক্তিতে চোখ রাখছেন সার্বিয়ান সেনসেশন।

স্পেনের মার্সেল গ্রানোলার্সের বিপক্ষে ৬-৩, ৬-৪, ৬-২ গেমের জয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন জোকোভিচ।

গ্রানোলার্সের স্বদেশী আইকন নাদালের সামনে দাঁড়াতেই পারেননি ফ্রান্সের ঘরের ছেলে বেনোইত পেইরে। দ্বিতীয় সেটেই কেবল খানিকটা প্রতিরোধ গড়তে পেরেছেন। ৬-১, ৬-৪, ৬-১ গেমে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) ফর্মের তুঙ্গে নাদাল। সম্প্রতি বার্সেলোনা ও মন্টে কার্লো ওপেনে দশম শিরোপা জিতেছেন। এবার বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে চূড়ান্ত সাফল্যে চোখ রাখছেন ৯ বারের চ্যাম্পিয়ন (সবশেষ ২০১৪)। লক্ষ্য পূরণ হলে ইতিহাসে ঢুকে পড়বেন। একটি গ্র্যান্ড স্লাম ইভেন্টে কেউই দশটি ট্রফির দেখা পাননি। যার হাতছানি ত্রিশ বছর বয়সী নাদালের সামনে!

দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের রবিন হ্যাসের মুখোমুখি হবেন নাদাল। জোকোভিচের সামনে পর্তুগিজ জোয়াও সুসা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ