ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

টেনিস

উইম্বলডনের আগে ফেদেরারের বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, জুন ১৬, ২০১৭
উইম্বলডনের আগে ফেদেরারের বড় ধাক্কা ছবি: সংগৃহীত

উইম্বলডনের জন্য প্রস্তুত হতে ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে খেলেননি। ঘাসের কোর্ট সিজনে ফিট থাকতে একটা বিরতির পর প্রতিযোগিতামূলক টেনিসে ফেরাটা মোটেও সুখকর হয়নি। স্টুটগার্ট ওপেনে (মার্সিডিস কাপ) নিজের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার।

র‌্যাংকিংয়ের ৩০২ নম্বরে থাকা ৩৯ বছর বয়সী টমি হাসের কাছে এগিয়ে থেকেও হারের লজ্জায় ডোবেন সুইস আইকন। এক সময় অবশ্য র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ছিলেন এ জার্মান খেলোয়াড়।

সে যাই হোক, জুলাইয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ইভেন্ট সামনে রেখে বড় এক ধাক্কাই খেলেন ফেদেরার। শীর্ষ চার বাছাইয়ের খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নেমে প্রথম সেটে ৬-২ গেমের সহজ জয়ে লিড নেন। দ্বিতীয় সেটেই ঘাম ঝরাতে হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর যেটি নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৭-৬ (১০-৮) গেমে ম্যাচে ফেরেন টমি হাস। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে ৪-৬ গেমে হারের হতাশা নিয়ে কোর্ট ছাড়েন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

২০১৭ মৌসুমে হার্ড কোর্টে চারটি টুর্নামেন্টের মধ্যে তিনটিতেই শিরোপা জেতা ফেদেরারের ঘাসের কোর্টে শুরুতেই ভুলে থাকার মতো অভিজ্ঞতা হলো। অস্ট্রেলিয়ান ওপেন (বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর), ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ও মিয়ামি ওপেন জয়ের পর ক্লে-কোর্ট সিজন থেকে দূরে থাকেন। নিজেকে ফিট রাখার জন্যই ফ্রেঞ্চ ওপেনে খেলেননি। উইম্বলডন সামনে রেখে তার সামনে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ