ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

উইম্বলডনে ম্যাচ ফিক্সিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
উইম্বলডনে ম্যাচ ফিক্সিং ...

রেকর্ড অষ্টম উইম্বলডন জিতে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ঘাসের কোর্টে রজার ফেদেরারই সেরা। এমনকি কেউ কেউ তো বলতে শুরু করেছেন টেনিস কোর্টের রাজাই তিনি। তবে এতো আনন্দের মধ্যে এবার কালো মেঘের আনাগোনা।

সদ্য শেষ হওয়া আসরটিতে ম্যাচ ফিক্সিং হয়েছে এমন আশঙ্কায় তদন্তে নেমে পড়লো টেনিস ইনটেগ্রিটি ইউনিট (টিআইইউ)। এ আসরে অনুষ্ঠিত তিনটি ম্যাচ তদন্ত করবে টিআইইউ।

যার দুটি ম্যাচ বাছাই পর্বের। আর অপরটি মূল আসরের।

টিআইইউ ইতোমধ্যে বেটিং সংস্থা ও গ্যাম্বলিং ফার্ম থেকে তথ্য নিয়ে প্রশ্ন ওঠা সেই তিন ম্যাচের তদন্তে নেমে পড়েছে। এর আগের গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের একটি ম্যাচও এই তদন্তে রয়েছে।

তবে, টিআইইউ’র এক বিবৃতিতে বলা হয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় তারিফ করার মতো সেটি হচ্ছে ম্যাচ ফিক্সিং নিয়ে এখনও তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ