ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

টেনিস

বেঁচে গেছেন ফেদেরার, পিছিয়ে থেকে স্বরূপে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২১, সেপ্টেম্বর ১, ২০১৭
বেঁচে গেছেন ফেদেরার, পিছিয়ে থেকে স্বরূপে নাদাল ছবি: সংগৃহীত

প্রথম সেটে দুর্দান্ত জয়ের পর টানা দুই সেট হেরে হারের শঙ্কায় পড়ে গিয়েছিলেন রজার ফেদেরার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অঘটনের হাত থেকে বেঁচে গেছেন সুইস টেনিস কিংবদন্তি। পাঁচ সেটের রোমাঞ্চে পা রাখেন ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে। অপর ম্যাচে প্রথমে পিছিয়ে থাকার পর টানা তিন সেট জিতে কোর্ট ছাড়েন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল।

রাশিয়ার মিখাইল ইউজনিকে প্রথম সেটে ৬-১ গেমে হারিয়ে ৩৬ বছর বয়সী ফেদেরারের শুরুটা হয় দুর্দান্ত। এরপরই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন।

পরের সেট হেরে যান টাইব্রেকারে ৬-৭ (৩-৭) গেমে। তৃতীয় সেটে ৪-৬ গেমের পরাজয়ে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন। সমান ব্যবধানে চতুর্থ সেট জিতে ফেরান স্বস্তি। ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি। প্রথমটির মতোই ৬-২ গেমের দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

জাপানের তারো ড্যানিয়েলের কাছে প্রথম সেটেই ৪-৬ গেমে হেরে বসেন নাদাল। এরপরই যেন টনক নড়ে সম্প্রতি বিশ্বসেরার আসন্ন পুনরুদ্ধার করা স্প্যানিশ সেনসেশনের। ৬-৩, ৬-২, ৬-২ গেমের দাপুটে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

চতুর্থ রাউন্ড নিশ্চিতের ম্যাচে ফেদেরারের প্রতিপক্ষ স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজ। তার স্বদেশী আইকন নাদালের সামনে আর্জেন্টাইন লিওনার্দো মায়ার।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ