ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোয়ার্টারে ভেনাস, পারলেন না শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
কোয়ার্টারে ভেনাস, পারলেন না শারাপোভা ছবি: সংগৃহীত

ডোপিং নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। চতুর্থ রাউন্ডে এগিয়ে থেকেও হতাশায় ডোবেন রাশিয়ান টেনিস আইকন। অন্যদিকে, প্রত্যাশিত জয়ে শেষ আটে পা রেখেছেন ভেনাস উইলিয়ামস।

লাৎভিয়ার আনাস্তাসিজাকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে লিড নেন শারাপোভা। দ্বিতীয় সেটে হেরে যান ৪-৬ গেমে।

আর ঘুরে দাঁড়াতে পারেননি। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে ২-৬ গেমে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে প্রথম সেটে ৬-৩ হারানোর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে হেরে বসেন ৩৭ বছর বয়সী ভেনাস। প্রতিদ্বন্দ্বিতা ওই পর্যন্তই। আর কোনো সুযোগ দেননি মার্কিন তারকা। তৃতীয় সেটে নাভারোকে স্রেফ উড়িয়ে দেন ৬-১ গেমে।

সেমি নিশ্চিতের ম্যাচে ভেনাসকে চ্যালেঞ্জ জানাবেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। যিনি স্প্যানিশ তরুণী গার্বিন মুগুরুজাবে সরাসরি সেট ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ