ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফাইনালে নাদাল, শীর্ষে উঠলেন হালেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ফাইনালে নাদাল, শীর্ষে উঠলেন হালেপ ফাইনালে নাদাল, শীর্ষে উঠলেন হালেপ-ছবি:সংগৃহীত

এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময়ই কাটাচ্ছেন রাফায়েল নাদাল। ১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে এবার চায়না ওপেনও জয় করতে চলেছেন এ স্প্যানিশ টেনিস তারকা। আসরটির সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিলেন পুরুষ টেনিসের শীর্ষ এ তারকা।

শেষ চারের ম্যাচে বুলগেরিয়ার দিমিত্রভের বিপক্ষে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে সহজেই জিতে নেন। তবে দ্বিতীয় সেটে ৪-৬ ব্যবধানে হেরে যান।

কিন্তু শেষ সেটে দুর্দান্ত খেলে ৬-১ গেমে জিতে ফাইনাল নিজের করে নেন।

ফাইনালে নাদাল নিক কিয়রগিওস অথবা আলেক্সন্ডার জেভরেভের বিপক্ষে খেলবেন। রোববার আরে সেমিতে এদের যেই জয় পাবেন, তিনি ফাইনালে খেলবেন।

এদিকে চায়না ওপেনে ফাইনালে উঠে ক্যারিয়ারে প্রথমবারের মতো নারী বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। বেইজিংয়ে সেমিফাইনালে লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ৬-২, ৬-৪ গেমে হারান হালেপ।

বর্তমানে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন স্পেনের গার্বিনে মুগুরুসা। সোমবার প্রকাশ হতে যাওয়া র‌্যাঙ্কিংয়ের পরবর্তী সংস্করণে আনুষ্ঠানিকভাবে তাকে সরিয়ে শীর্ষস্থান দখল করবেন হালেপ।

গত জুনেই শীর্ষে উঠতে পারতেন ২৬ বছর বয়সী হালেপ। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই ওস্তাপেঙ্কোর কাছে হেরেই প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সে সুযোগও হাতছাড়া করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ