ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

টেনিস

প্যারিস মাস্টার্সে নেই ফেদেরার, শীর্ষে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪২, অক্টোবর ৩১, ২০১৭
প্যারিস মাস্টার্সে নেই ফেদেরার, শীর্ষে নাদাল ছবি:সংগৃহীত

পুরুষ টেনিসের শীর্ষ তারকা রাফায়েল নাদাল আগামী প্যারিস মাস্টার্সে নিজের প্রথম ম্যাচ জিতলেই বছরটা এক নম্বর হিসেবে শেষ করবেন। কেননা স্প্যানিশ জীবন্ত কিংবদন্তিকে চাপে রাখা রজার ফেদেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এ বছরের প্যারিস মাস্টার্সে খেলবেন না।

এর আগে সুইস ইন্ডোর্স ফাইনালে হুয়া মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ফেদেরার ঘোষণা করেন, চলতি সপ্তাহের প্যারিস মাস্টার্স থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। ৩৬ বছর বয়সি সুইস মহাতারকা বলেন, ‘আমার খুবই খারাপ লাগছে।

কিন্তু প্যারিস মাস্টার্সে খেলতে পারছি না। বাসেলের পরে আমার শরীর বিশ্রাম চাইছে। ’ 

প্যারিসে প্রথম রাউন্ডে ইতিমধ্যেই ওয়াকওভার পেয়ে গিয়েছেন নাদাল। ফলে দ্বিতীয় রাউন্ড, অর্থাৎ নিজের প্রথম ম্যাচটা জিতলেই তিনি এক নম্বর হিসেবে বছরটা শেষ করবেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ