১২ মাস আগে হাঁটুর সমস্যায় ৬ মাসের বিরতির পর মেলবোর্নে এসে প্রত্যাশার পরিধি জানতেন না ফেদেরার। এবার শরীর-মনে আত্মবিশ্বাসী হয়েই নেমেছেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ফেদেরার। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ জার্মান জ্যান লেনার্ড স্ট্রাফ। যিনি দক্ষিণ কোরিয়ান তরুণ কাউওন সুনউর বিপক্ষে ৬-১, ৬-২, ৬-৪ গেমের পারফরম্যান্সে প্রথম রাউন্ডের বাধা পার করেন।
ইনজুরির কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নেন অ্যান্ডি মারে। সরাসরি সেটের (৬-১, ৬-১, ৬-১) দাপুটে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। কনুইয়ের ইনজুরি কাটিয়ে গত বছরের জুলাইয়ের পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন শিরোপার আরেক দাবিদার নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ড জিতেছেন সরাসরি সেট ৬-১, ৬-২, ৬-৪ গেমে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমআরএম