ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

টেনিস

নাদালের চোখ মেক্সিকান ওপেন, ফেদেরারের টপ পজিশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নাদালের চোখ মেক্সিকান ওপেন, ফেদেরারের টপ পজিশন ফেদেরার ও নাদাল / ছবি: সংগৃহীত

উরুর ইনজুরিতে সিজন ওপেনিং গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ছিটকে যান রাফায়েল নাদাল। চলতি মাসের শেষদিকে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে আশাবাদী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। নইলে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিতে পারেন রজার ফেদেরার।

ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর নাম্বার ওয়ান পজিশনে চোখ রাখছেন ৩৬ বছর বয়সী ফেদেরার। নাদাল যদি মেক্সিকান ওপেনে (২৬ ফেব্রুয়ারি শুরু) খেলতে না পারেন কিংবা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন, ফেদেরারের সামনে থাকবে একই সপ্তাহে দুবাই ওপেন জিতে নাদালকে হটিয়ে টপ পজিশন পুনরুদ্ধারের হাতছানি!

মেক্সিকান ওপেনে খেলা নিয়ে সংশয় থাকলেও স্প্যানিশ আইকনের বিশ্বাস যথাসময়ে পূর্ণ ফিট থাকতে পারবেন, ‘এটা ছোটখাটো ইনজুরি।

সেরে উঠতে কিছুটা সময় ও বিশ্রাম প্রয়োজন। সেটিই এখন করছি। এই মুহূর্তে একই সিডিউলে আছি এবং মেক্সিকোতে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ