ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শুরুতেই শেষ শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
শুরুতেই শেষ শারাপোভা ছবি: সংগৃহীত

প্রথমবার মারিয়া শারাপোভার মুখোমুখি হয়ে বাজিমাত করলেন জাপানিজ তরুণী নাওমি ওসাকা। ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) প্রথম রাউন্ডেই অঘটনের শিকার রাশিয়ান সুপারস্টার।

ধারাবাহিকতা খুঁজে পাওয়ার সংগ্রাম করতে হচ্ছে ত্রিশ বছর বয়সী শারাপোভাকে। গত মাসেই কাতার ওপেনের প্রথম রাউন্ডে বিদায়ের পর হাতের ইনজুরিতে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন।

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স মিশনও শেষ হলো শুরুতেই!

সরাসরি সেটে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ীর বিপক্ষে ৬-৪, ৬-৪ গেমের জয়ে উল্লাসে মাতেন ২০ বছর বয়সী ওসাকা।

তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে ওসাকার সামনে পোলিশ তারকা আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। শীর্ষ বাছাই খেলোয়াড় তালিকায় থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ