ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

বর্ণাঢ্য ক্যারিয়ারে ফেদেরারের রেকর্ড শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
বর্ণাঢ্য ক্যারিয়ারে ফেদেরারের রেকর্ড শুরু ছবি: সংগৃহীত

ট্রফিময় বর্ণাঢ্য ক্যারিয়ারে এর চেয়ে দুর্দান্তভাবে বছর শুরু করতে পারেননি ৩৬ বছর বয়সী রজার ফেদেরার। ২০১৮ সিজনে টানা ১৭ ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন ‘টেনিসের রাজা’।

ইন্ডিয়ানস ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) সেমিফাইনালে পিছিয়ে থেকেও জয় নিয়ে কোর্ট ছাড়েন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পঞ্জিকাবর্ষের শুরু থেকে সবচেয়ে বেশি টানা জয়ের কীর্তিতে সুইস কিংবদন্তি।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে ক্রোয়েশিয়ান তরুণ বোর্না কোরিকের বিপক্ষে ৫-৭, ২-৪ গেমে পিছিয়ে থেকে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। প্রথম সেট হারের পর সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই পড়েছিল।

শেষ পর্যন্ত ৫-৭, ৬-৪, ৬-৪ গেমের জয়ে ফাইনাল নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়ন। এই ইভেন্টে রেকর্ড ষষ্ঠ শিরোপার মিশনে ফেদেরারের সামনে আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো। যিনি কানাডার মিলোস রাওনিককে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে সেমির বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ