ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

মন্টে কার্লোর শিরোপা জিতে শীর্ষেই রইলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মন্টে কার্লোর শিরোপা জিতে শীর্ষেই রইলেন নাদাল ছবি: সংগৃহীত

শঙ্কা ছিল ফাইনালে হেরে গেলেই চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর। তবে তেমনটি হতে দিলেন না রাফায়েল নাদাল। মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে একেবারে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ধরে রাখলেন স্পেনের এই তারকা।

এদিন প্রতিপক্ষ নিশিকোরিকে সরাসরি সেটে ৬-৩, ৬-২ গেমে হারান নাদাল। এ নিয়ে ক্লে-কোর্টের এ প্রতিযোগিতায় রেকর্ড ১১তম চ্যাম্পিয়ন হলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

এই আসরটি শুরু থেকেই বেশ চাপে ছিলেন নাদাল। কেননা হেরে গেলে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার ভয়। তাও আবার ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের কাছে। কিন্তু নিজের রেকর্ড অক্ষুন্ন রেখে দুর্দান্ত জয়ে শিরোপা নিয়েই কোর্ট ছাড়লেন ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ