শারাপোভা প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছেন র্যাংকিয়ের ১৩২ নম্বর খেলোয়াড় ভিটালিয়া ডিয়াটেকোর কাছে। ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৩), ৬-৪ সেটে হারেন এই টেনিস সেনসেশন।
শারাপোভা এর আগে ১৩ বার উইম্বলডনে খেললো প্রথম রাউন্ডে বিদায় নিলেন এবারই প্রথম। ডিয়াটেকো গ্রাস কোর্টে বড় টুর্নামেন্টে কখনই জেতেননি। র্যাংকিংয়ে ৫০ েএর মধ্যে কোনো খেলোয়াড়কে এর আগে একবারই হারিয়েছেন ২০১৪ সালের আগে।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় শারাপোভা বলেন, ম্যাচে ফেরার অনেক সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আমি সেরাটা খেলতে পারিনি। কোনো সময় তুমি নিজেকে ভালো ও জেতার পজিশনে রাখবে এবং ভালো শেষ করতে পারবে না। আজ তেমনটাই ঘটেছে।
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এএ